ক্রিকেট

স্বাধীনভাবে কাজ করতে না পারলে দায়িত্ব ছাড়বেন আশরাফ

স্বাধীনভাবে কাজ করতে না পারলে দায়িত্ব ছাড়বেন আশরাফ
বাংলাদেশের ক্রিকেটে দল নির্বাচনের সময় মাঝেমধ্যেই শোনা যায় বিসিবির শীর্ষ পর্যায়ের প্রভাব বিস্তারের কথা। তাই প্রশ্নটা ওঠেই নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। তবে নতুন প্রধান নির্বাচক মনে করেন দল নির্বাচনের কাজটা স্বাধীনভাবেই করতে পারবেন। আর যদি সেটা না পারেন তবে যাওয়ার পথটাও খোলাই আছে বলে মনে করেন। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ ও কমিটির নতুন সদস্য হান্নান সরকার।  সেখানে আশরাফ বলেন, ‘আমি বিশ্বাস করি স্বাধীনভাবে না হলে কাজ করে কোনো আনন্দ নেই। রাস্তা সব সময় খোলা আছে। আসার রাস্তা খোলা, যাওয়ার রাস্তাও খোলা।’

এ সম্পর্কিত আরও পড়ুন স্বাধীনভাবে | কাজ | করতে | পারলে | দায়িত্ব | ছাড়বেন | আশরাফ