জাতীয়

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক : ডিএমপি কমিশনার

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক : ডিএমপি কমিশনার
দেশে দুটি কমিউনিটি (পুলিশ ও সাংবাদিক) এক সঙ্গে এক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করলে দেশের অনেক অনাচার দূর করা সম্ভব। সাংবাদিক ও পুলিশ একসঙ্গে কাজ করলে দেশ থেকে অনাচার দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. হাবিবুর রহমান। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যালয়ে মিজান মালিকের কবিতার বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ডিএমপি কমিশনার বলেন, অনেকে বলেন যে সাংবাদিকরা পুলিশের বিরুদ্ধে লেখে। অনেক রিপোর্ট যেগুলো পুলিশের বিপক্ষে সেগুলোকে আমি ওয়েলকাম জানাই। অনেক বিষয় আছে আমাদের মনে থাকে না, ভূলত্রুটি করে যাই। অনেক সময় চোখে পড়ে না। ব্যস্ততার জন্য সেই বিষয়গুলো নিয়ে সাংবাদিকতার মাধ্যমে অনেক তথ্য পাই। আমি অনেক গোয়েন্দা তথ্য পাই। আমাদের গোয়েন্দারা তথ্য সংগ্রহ করে। আবার অনেক সময় সংবাদপত্র পর্যালোচনা করেও অনেক গোয়েন্দা তথ্য পাই। সেগুলো কাজেও লাগে। হাবিবুর রহমান বলেন, আমি মনে করি পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। আসলে এটি বাস্তবেই পরিপূরক। মুখে মুখে পরিপূরক নয়। আমি পুলিশ ও সাংবাদিক বন্ধুদের আহ্বান জানাই আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে আমাদের যে সুন্দর দেশ সৃষ্টির কথা বলেছেন, সুন্দর সমাজ তৈরির কথা কবি মিজান মালিক তার বাইয়ে বলেছেন তা সম্ভব হবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, আমি মনে করি আমরা দুই কমিউনিটি যদি এক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারি তাহলে দেশ থেকে অনেক অনাচার দূর করা সম্ভব। অনেক অবিচার এ দেশ থেকে দূর করা সম্ভব। সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা যেভাবে কাজ করছেন তেমন সরকারি যন্ত্রের পরিপূরক হিসেবে সাংবাদিকরা কাজ করতে পারেন। আর সেটি যদি পারেন সুষ্ঠুভাবে হয় তাহলে সেটি হবে দেশ ও সমাজের জন্য কল্যাণকর।

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশ | ও | সাংবাদিক | একে | অপরের | পরিপূরক | | ডিএমপি | কমিশনার