আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

গ্র্যামি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লেন বিয়োন্সে ও সুইফট

গ্র্যামি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লেন বিয়োন্সে ও সুইফট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২১। তবে প্রতি বছরের মত জাঁকজমকপূর্ণ আয়োজন হয়নি এবার। রোববার করোনা সীমাবদ্ধতার মধ্যেই স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে এবারের আসর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এবার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৩তম আসরে ইতিহাস গড়েছেন পপ গায়িকা বিয়োন্সে নোয়েলস। এবারের আসরে মোট চারটি পুরস্কার জিতে গ্র্যামির নতুন রেকর্ড করেছেন তিনি। এখন পর্যন্ত তার গ্র্যামির সংখ্যা ২৮টি। তিনি ছাড়িয়ে গেছেন ব্লুগ্রাস সিঙ্গার  অ্যালিসন ক্রাউসকে।

এদিকে এবারের আসরের শীর্ষ পুরষ্কার জিতেছেন টেইলর সুইফট এবং বিল্লি এইলিশ। পপ গানের জন্য সেরা পুরস্কার জিতেছেন বিটেনের ডুয়া লিপা।

আই কান্ট ব্রিথ গানের গীতিকার হিসেবে সেরা পুরস্কার জিতেছেন এইচ.ই.আর।

ট্রেভর নোয়া উপস্থাপনায় আগেই ধারণ করা অনুষ্ঠানে গান এবং নাচ পরিবেশন করে লিপা, টেইলর সুইফট, পোস্ট ম্যালোন, কার্ডিবি, ডা বেবি, ব্ল্যাক পুমাস এবং মিকি গেয়টনের মতো জনপ্রিয় শিল্পীরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন গ্র্যামি | অ্যাওয়ার্ডসে | ইতিহাস | গড়লেন | বিয়োন্সে | ও | সুইফট