আর্কাইভ থেকে বাংলাদেশ

মলমপার্টি ও ছিনতাইকারী চক্রের ৪৪ সদস্য গ্রেপ্তার

মলমপার্টি ও ছিনতাইকারী চক্রের ৪৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ ও খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মলমপার্টি ও ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় অজ্ঞান ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

বুধবার (৮ জুন) দুপুরে রাজধানীর টিকাটুলি র‌্যাব-৩ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদুল আজহাকে টার্গেট করে বিশেষত কোরবানির হাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালের আশপাশ এলাকায় এ চক্রটি সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। সাধারণত চক্রের সদস্যরা দিনের সিএনজিচালিত অটোরিকশা চালায়, গার্মেন্টসে চাকরি করে বা অন্য পেশায় নিয়োজিত থাকে। সন্ধ্যা নামলেই এরা হয়ে ওঠে ছিনতাইকারী, মলম পার্টি বা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য।

 

এ সম্পর্কিত আরও পড়ুন মলমপার্টি | ও | ছিনতাইকারী | চক্রের | ৪৪ | সদস্য | গ্রেপ্তার