আর্কাইভ থেকে জাতীয়

সৈয়দপুর-কক্সবাজার রুটে ৫৩ দিন বিমানের ফ্লাইট বন্ধ

সৈয়দপুর-কক্সবাজার রুটে ৫৩ দিন বিমানের ফ্লাইট বন্ধ

সৈয়দপুর-কক্সবাজার রুটে ৫৩ দিনের জন্য সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ সোমবার (১৩ জুন) সকালে সৈয়দপুর বিমান বন্দরের দায়িত্বরত কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ রুটে সপ্তাহে দুদিন বিমান চলাচল করতো। হজ্ব যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৩ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত এ রুটের বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ৫ আগস্ট থেকে পুনরায় সেবা পাবে যাত্রীরা।

বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, হাজিসেবা এ সময় ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে। ফলে আপাতত সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান যাত্রীসেবা দিতে পারছি না। ওই রুটে সব যাত্রীর সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আগামী ৪ আগস্টের পর পুনরায় সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান চলাচল স্বাভাবিক হবে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত করলেও সৈয়দপুর-কক্সবাজার রুটে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন সৈয়দপুরকক্সবাজার | রুটে | ৫৩ | দিন | বিমানের | ফ্লাইট | বন্ধ