আর্কাইভ থেকে বাংলাদেশ

একাত্তর টিভির গাড়ি ভাঙচুর, কুবির ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

একাত্তর টিভির গাড়ি ভাঙচুর, কুবির ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক এ এম নূর উদ্দিন হোসাইন কর্তৃক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ৭১ টিভির গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে।   

সোমবার (১৩ জুন) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কুবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ বলেন, প্রত্যক্ষদর্শীরা সন্দেহভাজন হিসেবে ছাত্রলীগ নেতা এ এম নূর ঊদ্দীন হোসাইনের নাম বলেছেন। ঘটনায় ছাত্রলীগের এই নেতাকে বহিষ্কার করেছে কুবি শাখা ছাত্রলীগ। বহিস্কৃত  কুবির  ছাত্রলীগের ওই নেতা শেখ মুজিবুর রহমান হলের দপ্তর সম্পাদক পদে ছিলেন। তিনি লোক প্রশাসন বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী।

ছাত্রলীগের সভাপতি আরও বলেন, প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততা পেয়ে বহিষ্কার করা হয়েছে। আরও কেউ জড়িত কি না তা তদন্ত কমিটি তদন্ত করে দেখছে।

বহিষ্কার নিয়ে এ এম নূর ঊদ্দীন হোসাইন বলেন, এই ঘটনার সাথে তিনি সম্পৃক্ত নন। প্রাথমিক তদন্তে তার নাম আসছে কিন্তু তার কোনো তথ্য প্রমাণ নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন একাত্তর | টিভির | গাড়ি | ভাঙচুর | কুবির | ছাত্রলীগ | নেতাকে | অব্যাহতি