আইন-বিচার

ধর্ষণ মামলার খালাস আসামিকে যাবজ্জীবন দণ্ড দিলেন হাইকোর্ট

ধর্ষণ মামলার খালাস আসামিকে যাবজ্জীবন দণ্ড দিলেন হাইকোর্ট
হবিগঞ্জে ধর্ষণ মামলার আসামিকে খালাস দেয়ার রায় বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারিক আদালতের রায় বাতিল করার জন্য বাদীর (ভিকটিম) আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ রায় দেন। ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া উল্লেখ করে হবিগঞ্জে নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-২ আসামিকে খালাস দেন। সেই রায়ের বিরুদ্ধে বাদী হাইকোর্টে  ফৌজদারি কার্যবিধি ৫৬১ এ ধারায় আবেদন করেন। হাইকোর্ট ২০২১ সালের ৩০ মে রুল জারি করেন এবং নিম্ন আদালতের নথি তলব করেন। হাইকোর্ট রুল শুনানি শেষে বিচারিক আদালতের রায় বাতিল এবং আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন আরও জানান, রায়ে ধর্ষণের পর জন্ম নেওয়া শিশুর ভরণ-পোষণের ব্যয়ভার বহনের নির্দেশ দেওয়া হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে চুনারুঘাটের টিলাগাঁও এলাকার ছিদ্দিক আলীর ছেলে কাছুম আলী বাদীকে ধর্ষণ করে। ২০০৫ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় গর্ভে সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন বাদী। গর্ভধারণের পর কাছুম আলী তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এরপর ২০০৬ সালের ২১ জুলাই কাছুম আলীর বিরুদ্ধে মামলা করেন তিনি। ইতোমধ্যে বাদী মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। মামলার চূড়ান্ত শুনানি শেষে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-২ আসামিকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করেন বাদী।

এ সম্পর্কিত আরও পড়ুন ধর্ষণ | মামলার | খালাস | আসামিকে | যাবজ্জীবন | দণ্ড | দিলেন | হাইকোর্ট