আর্কাইভ থেকে বাংলাদেশ

খোরশেদকে কারাগারে পাঠালেন আদালত

খোরশেদকে কারাগারে পাঠালেন আদালত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কাউন্সিলরকে ধর্ষণ ও হত্যা মামলায় কারাগারে প্রেরণ করেছেন আদালত।

আজ বুধবার (১৫ জুন) নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এবং  জেলা ও দায়রা জজ এই রায় দেন। আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ধর্ষণ মামলায় মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং হত্যা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশাকে কারাগারে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান বলেন, বুধবার জেলা ও দায়রা জজ মশিউর রহমানের আদালতে বন্দর থানার একটি মামলায় কাউন্সিলর আবুল কাউসার আশাকে ও নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষণ মামলায় কাউন্সিলর খোরশেদকে কারাগারে প্রেরণ করা হয়। দুজনেই দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

এ সময় দুজন কাউন্সিলরের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, আফসানা আফরোজ বিভা, শাওন অঙ্কন, মনিরুজ্জামান মনির, অসিত বরণ বিশ্বাস, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, মো. শাহীন মিয়া, সুলতান আহম্মেদ ভুঁইয়া ও আনোয়ার ইসলাম প্রমুখ।

কাউন্সিলররা জানান, একাধিক মিথ্যা মামলায় কাউন্সিলদের জড়ানোয় তারা নাগরিক সেবা থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। তাদেরকে জামিন দেয়ার জন্য এবং এ ধরনের মামলায় ভবিষ্যতে যেন তাদের না জড়ানো হয় সেজন্য সবিনয় অনুরোধ করেছেন তারা।

এদিকে, কাউন্সিলর খোরশেদ জানান, এসব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে নিয়ে রাজপথের আন্দোলন থেকে আমাকে দূরে রাখা যাবে না। দ্রুতই আপনাদের মাঝে ফিরে আসবো। আবার দেখা হবে রাজপথে।

কাউন্সিলর আশা জানান, পুরোটাই ষড়যন্ত্র। আমাকে জড়ানো হয়েছে রাজনৈতিক কার্যক্রম ও নাগরিক সেবা থেকে দূরে রাখতে।

এ সম্পর্কিত আরও পড়ুন খোরশেদকে | কারাগারে | পাঠালেন | আদালত