আজ বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস পালিত হয়। কোনও কারণে বাবা ছাড়াই মায়ের আদরে বড় হয় সন্তান। কেউ বিয়ে না করে দত্তক নিয়ে বড় করছেন সন্তানদের। তারা মা নয়, বাবা হয়েও ঘিরে রেখেছেন ছেলেমেয়েকে। বাবা দিবসে বরং ফিরে দেখা যাক এমন বাবা হয়ে ওঠা বলিউডের সেই লড়াকু একলা মায়েদের।
সুস্মিতা সেন: বিয়ে না করার সিদ্ধান্ত, একার জীবনেই দুই মেয়েকে দত্তক নেওয়া— সুস্মিতার সাহসকে বারবারই কুর্নিশ করেছে বলিউড। প্রেমে থেকেছেন, সম্পর্কের ভাঙা-গড়াতেও। তবু দুই মেয়ে রেণে ও আলিশার গায়ে আঁচটুকুও লাগতে দেননি। এমন মা তো বাবা-ই বটে!
কারিশ্মা কাপূর: ব্যবসায়ী সঞ্জয় কপূরের সঙ্গে তুমুল অশান্তির দাম্পত্যে ছিলেন কারিশ্মা। আদালতে প্রবল কাদা ছোড়াছুড়ি পেরিয়ে বিচ্ছেদ। দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে তার পর থেকে একা হাতেই বড় করেছেন রাজ কাপূরের নাতনি।
অমৃতা সিংহ: সাইফ আলি খানের সঙ্গে অসমবয়সি প্রেম এবং বিয়ে। শুরু থেকেই সঙ্গী অসুখী দাম্পত্য। দশ বছর পেরিয়ে সম্পর্কে দাঁড়ি টানেন অমৃতা। তার পর একলা মায়ের কাছেই বড় হয়েছেন দুই ছেলেমেয়ে সারা এবং ইব্রাহিম। বড় হয়ে অভিনেত্রী সারার দাবি, বিচ্ছেদের পরে প্রথম মাকে প্রাণখুলে হাসতে দেখেছিলেন তিনি।
নীনা গুপ্ত: ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তার উত্তাল প্রেম সাড়া ফেলেছিল আশির দশকে। নীনার সেই প্রেম বিয়েতে পরিণতি পায়নি। তবে জন্ম হয় মেয়ে মাসাবার। সমাজের সঙ্গে একাই লড়ে মেয়েকে নিয়ে মাথা উঁচু করে বেঁচেছেন নীনা। তাদের কাহিনি জায়গা করে নিয়েছে ওটিটি সিরিজেও।
পূজা বেদী: দুই সন্তান আলায়া এবং ওমরকে একলাই বড় করেছেন পূজা। ঝড়ঝাপটা এসেছে অনেক। তবু বাবার মতোই সন্তানদের আগলে রেখেছিলেন কবীর বেদীর কন্যা। আজ বড় হয়ে আলায়াও পা রেখেছে বলিউডেই।
রবিনা ট্যান্ডন: বিয়ের আগেই দুই কন্যা পূজা ও ছায়াকে দত্তক নিয়েছিলেন রবিনাও। একা হাতেই তাদের বড় করতে করতে সম্পর্কে জড়ান অনিল থাদানির সঙ্গে। অনিলের সঙ্গেও তার দুই সন্তান রয়েছে। তবে পূজা ও ছায়ার কাছে আজও তিনি একাধারে মা ও বাবা।