আর্কাইভ থেকে বাংলাদেশ

রাষ্ট্র ও সরকার প্রধানকে সংসদ এলাকায় সমাহিত করা যেতে পারে

রাষ্ট্র ও সরকার প্রধানকে সংসদ এলাকায় সমাহিত করা যেতে পারে

আগামীতে রাষ্ট্র ও সরকার প্রধান মৃত্যুবরণ করলে পরিস্থিতি বিবেচনায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত সাপেক্ষে জাতীয় সংসদ ভবন বা এর আশপাশের বিশেষ এলাকায় সমাহিত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বললেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ।

আজ রোববার (১৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

এক প্রশ্নের উত্তরে জাতীয় সংসদের পাশে সচিবালয় স্থাপন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থপতি প্রফেসর লুই আই কানের মাস্টার প্ল্যান অনুসারে বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয়ের নকশা স্থাপত্য অধিদপ্তর কর্তৃক বাস্তবতার নিরিখে বর্তমান-স্থিত সাইটের সঙ্গে সমন্বয় করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন রাষ্ট্র | ও | সরকার | প্রধানকে | সংসদ | এলাকায় | সমাহিত | করা | যেতে | পারে