আর্কাইভ থেকে বাংলাদেশ

ডেঙ্গু প্রকোপ : যথাযথ পদক্ষেপ না নিলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ

ডেঙ্গু প্রকোপ : যথাযথ পদক্ষেপ না নিলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ

দেশে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসের ১৭ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮ জনে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এখনই এডিসের লার্ভা ধ্বংস করা না গেলে, ডেঙ্গু-৩ এর প্রকোপ দেখা দিতে পারে।

পরিসংখ্যান বলছে, গেলো মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬৩। বর্তমানে এ সংখ্যা দ্বিগুনেরও বেশি। এভাবেই রোগী বাড়তে থাকলে গেলো বছরের মত এবারও জুন-জুলাইয়ে পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে।

বর্তমানে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ৫২ জন রোগী ভর্তি আছেন। যাদের বেশিরভাগই প্রাপ্তবয়স্ক। ডেঙ্গু আক্রান্তের হার আশঙ্কাজনক পর্যায়ে জানিয়ে, ব্যক্তি পর্যায়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

জরিপ বলছে, গেলো দু’বছরের চেয়ে এবার এডিসের লার্ভা বেশি মিলছে। তাই অন্য সময়ের চেয়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। তবে এডিস মশার উৎপাত বাড়ায়, সিটি কর্পোরেশনের উদাসিনতাকে দুষছেন, রোগী ও স্বজনরা। 

বিশ্বের অনেক দেশেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কেবল ব্রাজিলেই আক্রান্ত হয়েছেন ১১ লাখের বেশি মানুষ। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে,বাংলাদেশেও পরিস্থিতি ভয়াবহ হতে পারে। 

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গু | প্রকোপ | | যথাযথ | পদক্ষেপ | নিলে | পরিস্থিতি | হতে | পারে | ভয়াবহ