স্বাস্থ্য

স্থানীয় প্রশাসনকে অবৈধ চিকিৎসা বন্ধে এগিয়ে আসতে হবে

স্থানীয় প্রশাসনকে অবৈধ চিকিৎসা বন্ধে এগিয়ে আসতে হবে
ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধ করা তো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব না। যারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আছেন তারা যদি এ বিষয়গুলো নিজেরা পরিদর্শন করে আমাদেরকে প্রতিবেদন দেন,তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা নেয়া সহজ হবে। কারণ আমাদের পক্ষে সারা দেশের গ্রামেগঞ্জে অভিযান চালানো সম্ভব না। বললেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তিনি এ ব্যাপারে সংসদে আগেও বলেছেন এখনও গণমাধ্যমে বলছেন স্থানীয় নেতৃত্বে থাকা জনপ্রতিনিধিরা এ বিষয়ে তাদের অবহিত হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বর্তমান পরিস্থিতি তাঁর কাছে খুব ভালো মনে হচ্ছে না।  উপজেলা হাসপাতালগুলোতে কনসালটেন্ট, মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক দিতে হবে। উপজেলা পর্যায়ে জনবল বাড়ালে ওসমানী হাসপাতালের মাটিতে শুয়ে চিকিৎসা নিতে হবে না। স্বাস্থ্যমন্ত্রী সে লক্ষে কাজ শুরু করবো।  পর্যায়ক্রমে সবগুলো সমস্যা সমাধানে পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দেন তিনি। উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে এই প্রথম তিনি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন স্থানীয় | প্রশাসনকে | অবৈধ | চিকিৎসা | বন্ধে | এগিয়ে | আসতে | হবে