আর্কাইভ থেকে বাংলাদেশ

নিউইয়র্কের পর এবার ওয়াশিংটনে বন্দুক হামলা, নিহত ১

নিউইয়র্কের পর এবার ওয়াশিংটনে বন্দুক হামলা, নিহত ১

এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পথচারীদের ভিড়ের মধ্যে বন্দুক হামলায় ১৫ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। এ হামলায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। 

স্থানীয় সময় রোববার (২০ জুন) রাতে ওয়াশিংটনে হঠাৎই গুলির শব্দ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে যাওয়া পুলিশ অফিসাররাও আক্রান্ত হন। সুত্র:  ফক্স নিউজ।

ওয়াশিংটন ডিসির পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম ওয়াশিংটনে। যেখানে বন্দুক হামলা হয়েছে তার অনতিদূরেই চলছিল একটি কনসার্ট।

স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। ভিড় ছিল রাস্তায়। এরই মধ্যে গুলি চলে। ঘটনাটিতে বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। গুলি লেগেছে বেশ কয়েক জন পুলিশ কর্মীরও।

এদের মধ্যে গুলিবিদ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ভিড়ের কারণে বন্দুকধারীদের ওপর পাল্টা গুলিবর্ষণ করতে পারেনি পুলিশ। হামলাকারীদেরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন নিউইয়র্কের | এবার | ওয়াশিংটনে | বন্দুক | হামলা | নিহত | ১