রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তারক্ষী মুজিবুর রহমান (৫৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। ওই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম হাসিবুল হাসান (২৪)।
আজ মঙ্গলবার (২১ জুন) ভোর ৪টার দিকে কাকরাইলে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
তিনি বলেন, ভোর ৪টার দিকে কাকরাইলের ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা নেয়ার চেষ্টা করে হাসিবুল নামের ওই দস্যু। এতে বাধা দিলে সিকিউরিটি গার্ড মুজিবুর রহমানের মাথা ও পেটে ছুরি দিয়ে আঘাত করে। টাকা নিতে না পেরে পালিয়ে যাওয়ার সময় ডিউটরত পুলিশ হাসিবুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছুরি হাতুড়িসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।