আর্কাইভ থেকে বাংলাদেশ

বন্যার্তদের ত্রাণে ব্যবস্থা সরকার করে নাই : মির্জা ফখরুল

বন্যার্তদের ত্রাণে ব্যবস্থা সরকার করে নাই : মির্জা ফখরুল

দেশে একটা ভয়াবহ বন্যা চলছে সিলেট, সুনামগঞ্জসহ উত্তরাঞ্চলে। আমি নিজে গতকাল সিলেটে গিয়েছিলাম। নিজের চোখে না দেখলে এর ভয়াবহতা সস্পর্কে কোনো ধারণা করা যায় না। মানুষ যে কষ্টে আছে এবং তাদের কাছে যে ত্রাণ পৌঁছে দেয়া, তাদের বাঁচার ব্যবস্থা করে দেয়া, তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করে দেয়া তার কোনো ব্যবস্থা সরকার করে নাই। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (২৪ জুন) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বিএনপির কাউন্সিলর চৌধুরী আলমের গুম হওয়ার একযুগ পূর্তিতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চৌধুরী আলমের পরিবারকে সহমর্মিতা জানান।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে গিয়ে ওপর দিয়ে ঘুরলেন, ঘুরে তিনি সার্কিট হাউজের হেলিপ্যাডে নেমেছেন। সেখানে ১০জন লোককে টোকেন ত্রাণ দিয়ে্ছেন এবং তারপরে তিনি বলেছেন, সব হয়ে যাবে। গতকাল রাত পর্যন্ত আমি যা খবর পেয়েছি এগুলো একেবারে কিছুই হয়নি।

তিনি বলেন, আমাদের দলের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি কাজ করছে। তারা নিজেদের পয়সা দিয়ে নৌকা ভাড়া করে ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং ব্যাপকহারে কাজ করছে তারা। আমি আপনাদের মাধ্যমে সিলেটের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতেই গুম, খুন এবং অন্যায়ভাবে গ্রেপ্তারের পর হত্যার পথ বেছে নিয়েছে ফ্যাসিবাদী সরকার। প্রতিটি ক্ষেত্রে সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে কোন সহায়তা দেয়া হচ্ছেনা, বরং বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি ত্রান সহায়তা দিচ্ছেন।

এ সময় বিএনপি মহাসচিব গুম হত্যার নির্যাতনের জন্য সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন বন্যার্তদের | ত্রাণে | ব্যবস্থা | সরকার | করে | নাই | | মির্জা | ফখরুল