বয়স যে সত্যিই কোনও বাধা হতে পারে না তা আরও এক বার প্রমাণ করলেন আর্জেন্টিনার এক প্রবীণ। ৮৩ বছর বয়সী আলবার্তো করমিলট বাবা হয়েছেন এক পুত্রসন্তানের। মা ৩৫ বছর বয়সী এস্তেফানিয়া পাসকুইনি। তাদের সন্তানের নাম রেখেছেন এমিলিও।
৮৩ বছর পেরিয়েও নিজের বয়স নিয়ে বেশি ভাবতে নারাজ আলবার্তো। তার এক কথা কেউই চিরদিন বেঁচে থাকে না। কিন্তু যত দিন তিনি বাঁচবেন তত দিনই স্ত্রী-পুত্রকে সঙ্গ দিতে চান, বাঁচতে চান হৈ-হুল্লোড় করে। আগের স্ত্রীর সঙ্গে আলবার্তোর দুই পুত্রসন্তান রয়েছে। রয়েছে তিন নাতনিও। ২০১৭ সালে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি।
পেশাগত ভাবে আলবার্তো অত্যন্ত খ্যাতনামা একজন পুষ্টিবিদ। আর্জেন্টাইন ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড নিউট্রিশন-এর প্রতিষ্ঠাতা তিনি। বিশ্বজুড়ে বহু বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে তার শতাধিক গবেষণাপত্র। ৫০টিরও বেশি বই লিখেছেন আলবার্তো। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে সামলেছেন মন্ত্রিত্বও। সে দেশের টেলিভিশনেও বেশ জনপ্রিয় মুখ তিনি। ২০১৯ সালে সহকর্মী এস্তেফানিয়া পাসকুইনিকে বিয়ের কথা ঘোষণা করেন তিনি।
অনন্যা চৈতী