অর্থনীতি

রাত থেকে এটিএম ও অ্যাপে টাকা তুলতে হতে পারে সমস্যা, কারণ...

রাত থেকে এটিএম ও অ্যাপে টাকা তুলতে হতে পারে সমস্যা, কারণ...
কেন্দ্রীয় ব্যাংকে স্থাপিত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ অবস্থায় বুধবার (২০ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত ব্যাংকের অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যাহত হতে পারে। পাশাপাশি এটিএম থেকে টাকা উত্তোলনেও সমস্যা হতে পারে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে বিভিন্ন ব্যাংক এসএমএসের মাধ্যমে গ্রাহকদের বিষয়টি জানিয়েছে। এনপিএসবি হলো আন্তব্যাংক কার্ডভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের মাধ্যম। এটি ব্যাংকগুলোকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করেছে। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন রাত | এটিএম | ও | অ্যাপে | টাকা | তুলতে | হতে | পারে | সমস্যা | কারণ