করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার বেগম রাশেদা সুলতানা। আজ সোমবার (২৭ জুন) দুপুরে ইসি রাশেদা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গেলো বৃহস্পতিবার (২৩ জুন) তিনি অসুস্থ বোধ করেন। এরপর পদ্মা সেতু উদ্বোধনের দিন গেলো শনিবার (২৫ জুন) কোভিড টেস্ট করতে দিন। ওই টেস্টেই করোনা পজিটিভ আসে। যার ফলে পদ্মা সেতু উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর সুধী সমাবেশে যোগ দিতে পারেননি। বৃহস্পতিবার থেকেই তিনি বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
ইসি রাশেদা বলেন, করোনা পজিটিভ হলেও তিনি সুস্থ আছেন। করোনার লক্ষণ হিসেব জ্বর বা ঠাণ্ডা অথবা কাশি কোনোকিছুই নেই তার । ১০ দিন পর আবার কোভিড টেস্ট করাবেন।
এসি