আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া সিরিজের তৃতীয় প্রতিপক্ষ পাকিস্তান। মঙ্গলবার এই সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে কিউই ক্রিকেট বোর্ড।
৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯ টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশ - পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড - পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড - বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড - পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড - বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)
বাংলাদেশ - পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)
ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)
* বাংলাদেশ সময় অনুযায়ী