খেলাধুলা

মেলবোর্ন টেস্টের ঘটনায় শাস্তি পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসের অভিষেক হয়েছে আজ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কনস্টাসের অভিষিক্ত ইনিংসে ৬০ (৬৫) রান এসেছে। সেই ম্যাচে এক ঘটনা নিয়ে নানারকম আলোচনা জন্ম দিয়েছে।

অনেকটা ইচ্ছাকৃতভাবে কনস্টাসের কাঁধে ধাক্কা দিয়ে বসেন ভিরাট কোহলি। ফলে তাকে যেতে হচ্ছে শাস্তির মধ্য দিয়ে। ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেয়ার পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোহলিকে এই সাজা দিয়েছেন।

আইসিসির আচরণবিধির ২.১২ ধারায় বলা আছে, ক্রিকেট শারীরিক সংঘর্ষের খেলা নয়। অযাচিতভাবে যেকোনো ধরণের শারীরিক সংঘর্ষ ক্রিকেটে নিষিদ্ধ। কোন খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া হয়ে বা উপেক্ষা করে এমন কিছু করে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ম্যাচের দশ ওভার শেষ হয়েছে। ওভার শেষ করে ক্রিজের মাঝে আস্তে আস্তে সতীর্থ উসমান খাজার দিকে হেঁটে যাচ্ছিলেন কনস্টাস। এসময় ফিল্ডিং পজিশন বদল করতে যাচ্ছিলেন কোহলি, হেঁটে আসতে গিয়ে কনস্টাসের দিকে এগিয়ে এসে কাঁধে ধাক্কা দিয়ে বসেন। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেই মুহূর্তে সতীর্থ খাজা ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করতে থাকেন।

বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন স্যাম কনস্টাস | ভিরাট কোহলি