খেলাধুলা

রোহিত-কোহলি না থাকা ইংল্যান্ডের জন্য বিশাল সুবিধা: মঈন আলী

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

রোহিত শর্মা ও ভিরাট কোহলি দুজনের কেউ আর টেস্ট খেলবেন না ভারতের হয়ে। দেশটির ক্রিকেটে লম্বা সময় ধরে এই দুই ক্রিকেটার নিজেদের ছাপ রেখে গেছেন। ভারতের সামনে আছে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজ। পাঁচ ম্যাচের এই সিরিজে ভারতীয় জার্সিতে দেখা যাবে না রোহিত ও কোহলিকে।

সম্প্রতি স্কাইস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

কোহলি ও রোহিতের না থাকা নিয়ে মঈন বলছেন, নিশ্চয়ই, আমি মনে করি এটা ইংল্যান্ডের জন্য বিশাল এক সুবিধা। দুইজন শীর্ষ খেলোয়াড়, যারা আগেও একাধিকবার ইংল্যান্ড সফরে গেছেন, তাদের অভিজ্ঞতাও রয়েছে। গতবার ইংল্যান্ডে রোহিত দারুণ খেলেছিল। তাদের যে মানসিক দৃঢ়তা, নেতৃত্বের গুণ দুজনেই টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করেছে সেদিক থেকে এটা দলের জন্য বড় এক ক্ষতি।

এটা (কোহলির অবসর) টেস্ট ক্রিকেটের জন্য বড় এক ধাক্কা। সে ছিল টেস্ট ক্রিকেটের এক পথিকৃৎ, এমন একজন খেলোয়াড় যে সবসময় এই ফরম্যাটটাকে এগিয়ে নিয়ে গেছে। অসাধারণ একজন খেলোয়াড়, দুর্দান্ত এক ক্যারিয়ার।

সে (কোহলি) খেলাটার জন্যবিশেষ করে ভারতের জন্যঅনেক কিছু করেছে। আমি মনে করি, শচীনের (টেন্ডুলকার) পর ওই ছিল সেই খেলোয়াড়, যাকে সবাই দেখতে মাঠে আসত, আর স্টেডিয়াম ভর্তি হয়ে যেত। অসাধারণ রেকর্ড, আর দেখার জন্যও দুর্দান্ত এক খেলোয়াড়। ওর খেলার স্টাইল ছিল ভীষণ প্রতিযোগিতামূলক, এবং ও একজন দারুণ অধিনায়কও ছিল। এটা টেস্ট ক্রিকেটের জন্য বড় একটা ক্ষতি।

আগামী জুনের ২০ তারিখ হেডিংলিতে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন মঈন আলী | রোহিত শর্মা | ভিরাট কোহলি