অপরাধ

চাঁদা না দেয়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি

ফাইল ছবি

রাজধানীর গুলশানে চাঁদা না দেয়ায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। বাম পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে  শরিফুলের নার্সারিতে এ ঘটন ঘটে। গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম করিম জানান, একমাস আগে টেলিফোনে পিচ্চি রুবেল নামে এক সন্ত্রাসী তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেতার ধারণা সেই টাকা  না দেয়াতেই আজ তাকে গুলি করা হয়েছে।

তিনি জানান, তার বাসা দক্ষিণখান গাওয়াইল এলাকায়। মহাখালী এলাকায় তার নার্সারী ব্যবসা রয়েছে। দুপুরে বাসা থেকে বাসে করে মহাখালী যচ্ছিলেন। পথে জ্যাম দেখে গুলশান এলাকায় বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন।

এসময় তিন থেকে চারজন মাস্ক পরিহিত যুবক তাকে কথা শুনতে ডাক দেনতবে তিনি না যেতে চাইলে জোর করে ধরে নিয়ে যায়। তখন তাদের সাথে কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের কাছে থাকা পিস্তল দিয়ে পেটের বাম পাশে গুলি করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

 

জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন চাঁদা | গুলশান