খেলাধুলা

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

স্পোর্টস ডেস্ক

ছবি: অ্যাসোসিয়েট প্রেস

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যাটার ভিরাট কোহলি। তিনি ১৪ বছর ধরে সাদা পোশাকের ক্রিকেট খেলে আসছিলেন। সোমবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি প্রকাশ করেন কোহলি। যেখানে তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানান।  

কোহলি ১৪ বছরে ১২৩ টি টেস্ট খেলেছেন, এরমধ্যে ৬৮ টি ম্যাচে ছিলেন অধিনায়কের দায়িত্বে। এই ডানহাতি ব্যাটার ৪৬.৮৫ গড়ে সংগ্রহ করেছেন ৯ হাজার ২৩০ রান।

কোহলি তার বিবৃতিতে জানান, ১৪ বছর হয়ে গেছে, যখন আমি প্রথম টেস্ট ক্রিকেট ব্যাগি-ব্লু জার্সি পরি। সত্যি বলতে এই সংস্করণ যে আমাকে এই যাত্রায় নিয়ে আসবে, তা আমি কল্পনাও করিনি।

এটা আমাকে পরীক্ষা করেছে, আমাকে আকৃতি দিয়েছে এবং আমাকে শিখিয়েছে- যা জীবনভর আমি বহন করতে পারব। সাদা পোশাকে খেলা আসলে অনেক বেশি ব্যক্তিগত। নীরবে ধৈর্য ধরা, লম্বা দিন, ছোট কিছু মুহূর্ত যা কেউ দেখে না কিন্তু আপনার সঙ্গে সবসময় থেকে যায়।‘

কোহলি আরও বলেছেন, আমি যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি, এটা সহজ নয় তবে আমার কাছে এটা সঠিক সময় মনে হচ্ছে। আমি এই খেলায় আমার সবটুকু উজাড় করে দিয়েছি, আর এটি আমাকে ফিরিয়ে দিয়েছে আমার কল্পনার চেয়েও অনেক বেশি। আমি কৃতজ্ঞতায় ভরা এক হৃদয় নিয়ে সরে যাচ্ছি এই খেলাটির জন্য, সেই সব মানুষের জন্য যাদের সঙ্গে আমি মাঠ ভাগ করেছি, আর তাদের জন্য যারা পথে আমাকে আপন করে পাশে দাঁড়িয়েছেন। আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সব সময়ই এক গর্বিত হাসি থাকবে মুখে।

এর আগে শনিবার (১০ মে) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাথে নিজের ইচ্ছার কথা জানান কোহলি। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ ছিল সেখানে। শেষপর্যন্ত একদিন পর এই ভারতীয় তারকা তার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভিরাট কোহলি #টেস্ট ক্রিকেট #অবসর