খেলাধুলা

বাবরকে ছাড়িয়ে কোহলির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ভিরাট কোহলি এখন বড় ইনিংস খেললেই যেন রেকর্ড হয়ে যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল (বৃহস্পতিবার) রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে একটি ফিফটির দেখা পেয়েছেন তিনি। এই ফিফটির ফলে তার ঝুলিতে জমেছে আরও একটি রেকর্ড।

আগে ব্যাট করতে নামা ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন কোহলি। টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে মোট ৬২ টি ফিফটি করেছেন তিনি।

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে কোহলি পেছনে ফেলেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে বাবরের ফিফটির সংখ্যা ৬১ টি। তালিকার পরের ৩ জন হলেন; ক্রিস গেইল ৫৭ টি, ডেভিড ওয়ার্নার ৫৫ টি, জস বাটলার ৫২ টি। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রেকর্ড | বাবর আজম | ভিরাট কোহলি