রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ এর শিরোপা জিতবে এবং ভিরাট কোহলি হবেন প্লেয়ার অব দ্য ম্যাচ। এমন মন্তব্য করেছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন।
সম্প্রতি ওয়াটসন নিজের ‘এক্স’ হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে তিনি এই ভবিষ্যদ্বাণী করেছেন।
ওয়াটসন বলেন, ‘আমার মনে হচ্ছে, আইপিএল ২০২৫-এর চ্যাম্পিয়ন হবে আরসিবি। আর আমার মতে ম্যাচের সেরা খেলোয়াড় হবে ভিরাট কোহলি, সেই মহান মানুষটি। কেন এমনটা মনে হচ্ছে? কারণ আমার ভেতর থেকে এটা মনে হচ্ছে, এবারই বুঝি সময়টা আরসিবির। যদিও টুর্নামেন্টের শেষ দিকে গিয়ে কিছুটা হোঁচট খেয়েছে তারা, তবে প্লে-অফে জশ হ্যাজলউড ফিরছে—এটা তাদের বড় একটা সুবিধা এনে দেবে। সবমিলিয়ে, আমার বিশ্বাস—এবারই সেই বছর।‘
১৪ ম্যাচ খেলে ৯ জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে লিগপর্ব শেষ করেছে আরসিবি। তাদের নামের পাশে ১৯ পয়েন্ট। এবারই প্রথমবারের মতো ৯ বছর পর বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি সেরা দুইয়ে থেকে লিগপর্ব শেষ করেছে।
চলতি আইপিএলের প্লে-অফ নিশ্চিতকারী সেরা চার দল; পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স।
এমএইচ//