জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি আইপিএলে ডাক পেয়েছেন। কিছুদিন আগেই বাংলাদেশের হয়ে গতি আর বাউন্সে নজর কেড়েছেন মুজারাবানি। সিলেট টেস্টে দুই ইনিংসে শিকার করেছেন ৯ উইকেট। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন তিনি।
আইপিএলের একটি সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, , জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে ৭৫ লাখ রুপিতে বাকি ম্যাচগুলোর জন্য দলে ভিড়িয়েছে আরসিবি।
দক্ষিণ আফ্রিকা পেসার লুঙ্গি এনগিডির বদলি হিসেবে মুজারাবানিকে বেঙ্গালুরুতে নেওয়া হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেখানে প্রোটিয়াদের হয়ে খেলবেন এনগিডি, যেকারণে আইপিএল থেকে সরে যাচ্ছেন।
জিম্বাবুয়ের হয়ে ৭০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুজারাবানি। এই ম্যাচগুলো খেলে তিনি শিকার করেছেন ৭৮ টি উইকেট। এছাড়াও ১২ টি টেস্ট ও ৫৫ টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।
এমএইচ//