বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে এখনো আলোচনা চলছে। যেহেতু কিছুদিন আগেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত হয়েছে। এখন দুই দেশের সম্মতিতে চলছে যুদ্ধবিরতি।
সোমবার (১৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে তিনি কথা বলেছেন বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে।
আসিফ মাহমুদ বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসির কাছে জানতে চেয়েছিল। এনএসসি থেকে পরবর্তীতে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। পাকিস্তান দূতাবাস থেকে ইতিবাচক রিভিউ এসেছে সেখানে আমরা যেতে পারি। এরপরও আমরা বিসিবিকে একটা নির্দেশনা দিয়েছি যেন সীমান্তবর্তী স্টেডিয়ামে খেলা থেকে যাতে বিরত থাকে। বিসিবি এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে।’
এখন পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও এই সূচিতে পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। এমনকি পাঁচটির বদলে ৩ টি টি-টোয়েন্টি খেলার প্রস্তাবও এরমধ্যে খেলোয়াড়দের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানা যায়।
এমএইচ//