সবশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) শিরোপা জিতেছে। এই জয় উদযাপন করতে গিয়ে ১১ জন প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনায় বিরাট কোহলির নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেছেন।
অভিযোগকারী কোহলির বিরুদ্ধে মামলা গ্রহণের অনুরোধ করেছেন। কোহলিকে ‘আইপিএলের মাধ্যমে জুয়া’ প্রচার করে ভিড় উসকে দেওয়ার জন্য দায়ী করা হয়েছে।
জানা যায়, সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় অভিযোগটি দায়ের করেছেন।
বেঙ্গালুরু পুলিশ জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। প্রাণহানির ঘটনায় এরই মধ্যে যে মামলা হয়েছে, সেটির চলমান তদন্তের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, গত ৩ জুন আহমেদাবাদে পাঞ্জাবকে হারিয়ে আইপিএলে চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু। পরদিন বেঙ্গালুরুতে ফিরলে নামে ভক্ত-সমর্থকদের ঢল। প্রচুর জনসমাগমে ১১ জন নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনা ঘটে।
এমএইচ//