ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ঐতিহাসিক অর্জনের আনন্দ ভাগাভাগি করতে বুধবার (০৪ জুন) সকাল থেকেই হাজার হাজার সমর্থক ভিড় জমিয়েছিলেন বেঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামের সামনে। তবে উৎসবের সেই আবহ মুহূর্তেই পরিণত হয় শোকাবহ এক ট্রাজেডিতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, অতিরিক্ত ভিড়ে স্টেডিয়ামের বাইরে পদদলনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে, মঙ্গলবার (০৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। বুধবার সকালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাতের পর নিজেদের হোমগ্রাউন্ডে শিরোপা উদযাপনের পরিকল্পনা ছিল বেঙ্গালুরু দলের।
সেই অনুযায়ী বিকেলে চিন্মাস্বামী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অধিনায়ক রজত পতিদার ভক্তদের সামনে উঁচিয়ে ধরেন ট্রফি। কর্ণাটক সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনাও।
কিন্তু এত বড় আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বাইরে অপেক্ষমাণ ভক্তদের চাপে নিয়ন্ত্রণ হারায় পুলিশ। একপর্যায়ে গেট খুলে মাঠে ঢোকার চেষ্টা করেন হাজারো মানুষ। তখন পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন। বিপুল জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি নিরাপত্তা বাহিনী।
এমএ//