জাতীয়

পুলিশের জন্য কেনা হচ্ছে নতুন ২০০টি গাড়ি, ব্যয় ১৭২ কোটি টাকা

বাংলাদেশ পুলিশের কার্যক্রমে গতি আনতে ২০০টি ডাবল কেবিন পিকআপ গাড়ি কিনতে যাচ্ছে সরকার। এই গাড়িগুলোর জন্য বরাদ্দ ধরা হয়েছে মোট ১৭২ কোটি টাকা। অর্থাৎ প্রতিটি গাড়ির দাম পড়বে ৮৬ লাখ টাকা।

বুধবার (৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, জননিরাপত্তা বিভাগের প্রস্তাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পুলিশের অপারেশনাল কাজে এসব গাড়ি কেনা হবে। ‘ডাইরেক্ট পারচেজ মেথড’ বা সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ থেকে এই গাড়িগুলো সংগ্রহ করা হবে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, পুলিশ বিভাগের অনেক গাড়ি ইতিমধ্যে অকেজো হয়ে গেছে। সে কারণেই নতুন গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ঢাকার কাছে পুলিশের জন্য একটি হাউজিং প্রকল্প গড়ে তোলার কথাও জানান তিনি।

বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—এলএনজি আমদানি অব্যাহত রাখা, খাদ্য সংরক্ষণের জন্য সাইলো নির্মাণ, এমওপি ও টিএসপি সার আমদানি, নৌপরিবহন মন্ত্রণালয়ের লাইট হাউজ প্রকল্প এবং জাহাজ সংস্কারে অর্থ বরাদ্দ।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ পুলিশ #পুলিশের গাড়ি #১৭২ কোটি #১৭২ কোটি টাকা #২০০ গাড়ি