‘রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের’ ফলে সৃষ্ট ‘হুমকির নতুন যুগ’ মোকাবিলা করতে প্রতিরক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সোমবার যুক্তরাজ্যের স্ট্রাটেজিক ডিফেন্স রিভিয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, দেশটি পরমাণু ওয়ারহেড, নতুন সাবমেরিনের বহর ও গোলাবারুদের কারখানা তৈরিতে এই বিনিয়োগ করবে।
এসডিআর যুক্তরাজ্যকে ‘যুদ্ধে লড়াইয়ের প্রস্তুতির’ দিকে নিয়ে যাবে বলে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, স্নায়ু যুদ্ধের পর থেকে আমরা এখন যে হুমকির মুখোমুখি হচ্ছি, তা যে কোন সময়ের চেয়ে বেশি গুরুতর, বেশি সন্নিকটে ও বেশি অনিশ্চিত।
এসডিআর-এর প্রতিবেদনে রাশিয়াকে ‘তাৎক্ষণিক ও তীব্র’ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর চীনকে ‘জটিল এবং অব্যাহত চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।”
এনএস/