দীর্ঘ অপেক্ষার অবসান শেষে আবারও ফুটবলের গর্জনে কেঁপে উঠলো ঢাকার জাতীয় স্টেডিয়াম। প্রায় ৫৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচ দিয়ে মাঠে ফিরেই দর্শকদের মুখে হাসি ফুটিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার (৪ জুন) ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
এদিন মাঠে শুরু থেকেই আধিপত্য দেখায় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের মাত্র ৬ মিনিটেই দলের হয়ে প্রথম গোলটি করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। অধিনায়ক জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে বল জালে জড়ান তিনি। দেশের মাটিতে জাতীয় দলের হয়ে এটিই ছিল হামজার প্রথম ম্যাচ এবং প্রথম গোল—যা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত ভঙ্গিতে।
পুরো ম্যাচ জুড়েই বাংলাদেশ ছিল ছন্দে, আর ভুটানকে দেখা গেছে তাল হারানো এক প্রতিপক্ষের মতো। দ্বিতীয়ার্ধে, ৪৯ মিনিটে ডি বক্সের বাইরের দুর্দান্ত এক দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার সোহেল রানা। গোলটি মুহূর্তেই মাতিয়ে তোলে গ্যালারিভর্তি দর্শকদের।
বাংলাদেশ দলের প্রথম একাদশে ছিলেন- মিতুল মারমা, সাদ উদ্দিন, তপু বর্মণ, তাজ উদ্দিন, তারিক কাজী, সোহেল রানা, হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, জামাল ভূঁইয়া, কাজেম শাহ ও রাকিব হোসেন।
এমএ//