আইন-বিচার

নারীকে লাথি মেরে বহিষ্কৃত সেই জামায়াত কর্মীর জামিন

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের এক কর্মসূচিতে নারী নেত্রীকে লাথি মারার ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াত ইসলামীর বহিষ্কৃত কর্মী সিবগাতুল্লাহ ওরফে আকাশ চৌধুরী আদালত থেকে জামিন পেয়েছেন।

বুধবার (৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জামিনের শুনানি শেষে শর্তসাপেক্ষে তার মুক্তির আদেশ দেন। 

এর আগে গেল রোববার (০১ জুন) আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পরে আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জানান, আসামি আকাশ চৌধুরীর জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। তবে ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দেয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেন আদালত।

উল্লেখযোগ্য, গেল ২৮ মে বিকেলে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোট একটি কর্মসূচির আয়োজন করে। সমাবেশ চলাকালে ‘শাহবাগবিরোধী ঐক্য’ নামের একটি গ্রুপ সেখানে উপস্থিত হয়ে জোটের নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ায় এবং পরবর্তীতে হামলায় লিপ্ত হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, এক ব্যক্তি পেছন থেকে এক নারীসহ দুজনকে লাথি মারছেন। ভিডিওতে দেখা সেই ব্যক্তিই আকাশ চৌধুরী, আর যাকে লাথি মারা হয়, তিনি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যানি চৌধুরী।

এই ঘটনার পর ৩০ মে রাতে জামায়াতের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর শাখার সহকারী সেক্রেটারির সই করা ঘোষণার মাধ্যমে আকাশ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #জামায়াত #জামায়াতে ইসলামী