জাতীয়

এক কোটি টাকার ঘুষের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি : শিক্ষা উপদেষ্টা

একটি বড় পদে পদায়নের জন্য ১ কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জানিয়েছেন উপদেষ্টা।

বুধবার (৪ জুন) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এটা নিজের গুণগান করার জন্য বলছি না, বরং আশা করি আমার সহকর্মীরাও একইরকম নৈতিক অবস্থানে থাকবেন।’

তিনি বলেন, একজন প্রভাবশালী ব্যক্তি এক প্রার্থীকে উচ্চপদে নিয়োগ দেওয়ার জন্য তার কাছে তদবির করেন। প্রার্থীর পেশাগত রেকর্ড সন্তোষজনক না হওয়ায়, সেই আবেদন নাকচ করে দেন উপদেষ্টা।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘তাছাড়া যিনি তদবির করেছিলেন, তিনি নিজেও সম্মানিত একজন বুদ্ধিজীবী। এরপর তারা অন্যভাবে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং জানানো হয়, এক কোটি টাকা পর্যন্ত দিতে রাজি আছেন।’

ঘুষের প্রস্তাবটি আসে উপদেষ্টার পরিচিত একজনের মাধ্যমে, যিনি একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তবে উপদেষ্টা সাফ জানিয়ে দেন, তিনি কোনোভাবেই সেই প্রস্তাবে রাজি নন।

এছাড়াও সংবাদ সম্মেলনে পাঠ্যবই সংশোধন নিয়ে কথা বলেন ড. আবরার। তিনি বলেন, ‘২০২৬ সালের বইগুলো আপাতত বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রকাশিত হবে। তবে আগের ভুলগুলো শুধরানোর জন্য আমরা কাজ শুরু করেছি। 

ছোটখাটো ভুলও আমার বিবেক মেনে নেয় না। তাই যতটা কঠিনই হোক, পাঠ্যবইগুলো নির্ভুল করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি।’

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষা উপদেষ্টা #সি আর আবরার #ঘুষের প্রস্তাব