আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের গ্যারান্টি চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তি করতে হলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কীভাবে প্রত্যাহার করা হবে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা যুক্তরাষ্ট্রকে দিতে হবে। এমন মন্তব্য করেছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

সরকারি বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, নিষেধাজ্ঞার ‘বাস্তব সমাপ্তি’ নিশ্চিত করতে হবে। ‘কীভাবে ও কোন ব্যবস্থার মাধ্যমে’ সেগুলো তুলে নেওয়া হবে, তা বিস্তারিত জানাতে হবে। 

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। তবে জাতির শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার নিয়ে কোনোভাবেই আপোষ করবে না। 

ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ইরানের পারমাণবিক অধিকার নিয়ে যারা স্বপ্ন দেখছে, তারা স্বপ্নই দেখে যাক। ইরান তাদের অধিকার রক্ষা করবেই।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র