আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে শর্ত রাশিয়ার; আগুন নিয়ে খেলছেন পুতিন, সতর্ক ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ বন্ধের লিখিত প্রতিশ্রুতি ও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বুধবার (২৮ নে) রুশ সরকারের ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পুতিন চান পশ্চিমা দেশগুলো নিশ্চিত করুক যে, পূর্ব ইউরোপের দেশগুলোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে না।  

এছাড়া ইউক্রেন, জর্জিয়া ও মলদোভাকে ন্যাটো সদস্যপদ থেকে বাদ দেওয়ার নিশ্চয়তাও চাচ্ছেন পুতিন। তবে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

এদিকে, ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

সম্প্রতি কিয়েভে হামলা বাড়িয়েছে মস্কো। টানা তিনদিন ধরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প জানান, তিনি পুতিনের ওপর নাখোশ।

তিনি পুতিনকে 'বদ্ধ পাগল' বলেও অভিহিত করেন এবং মস্কোর বিরুদ্ধে নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।

ট্রাম্প মঙ্গলবার (২৭ মে) তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, 'পুতিন যে বিষয়টা বুঝতে পারছেন না, তা হলো- আমি না থাকলে রাশিয়ার জন্য অনেক খারাপ কিছু ঘটনা ইতোমধ্যে ঘটে যেত। আমি বলতে চাচ্ছি, সেসব ঘটনা সত্যিই অনেক খারাপ হতো। তিনি আগুন নিয়ে খেলছেন!'

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প #পুতিন #রাশিয়া #ইউক্রেন