বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান যখনই নতুন কোনও সিনেমা নিয়ে হাজির হন, বিতর্ক যেন তার পিছুই ছাড়তে চায় না। তার সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ভরাডুবি শিকার হওয়ার পর সেটি অনেকটা অতীত হয়ে গিয়েছিল। তবে তার পরবর্তী সিনেমা ‘সিতারে জামিন পার’ মুক্তির আগেই ফের বিতর্কের ঝড় তুলছে।
আমির খানের পুরনো তুরস্ক সফরের ছবি সম্প্রতি আবারো ভাইরাল হয়ে ওঠে। বিশেষ করে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনাকর পরিস্থিতিতে। সেই ছবির কারণে অনেকেই সিনেমাটি বয়কটের ডাক দিয়েছে। তবে আমিরের পক্ষ নিয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। তিনি দাবি করেছেন, এসব বিতর্ক কেবল সময়ের ব্যাপার। সেগুলোর কোনও ভিত্তি নেই।
এখানেই শেষ নয়। ‘সিতারে জামিন পার’ সিনেমার মুক্তি নিয়েও বিতর্ক শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর কোনও ওটিটি প্ল্যাটফর্ম-এ আসবে না। তার বদলে সিনেমাটি ইউটিউব-এ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই সিদ্ধান্তে অনেক দর্শকই খুশি নন এবং তারা সিনেমার মুক্তির জন্য প্রেক্ষাগৃহে আসার জন্য অপেক্ষা করছিলেন। তবে এখন দেখার বিষয় হলো, এই সিদ্ধান্ত সিনেমার ব্যবসার ওপর কি প্রভাব ফেলে।
‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খানকে দেখা যাবে এক নতুন চরিত্রে। ‘তারে জামিন পার’-এ যেমন তিনি একজন আর্ট শিক্ষক নিকুম্ব ছিলেন। এবার বাস্কেটবল কোচ হিসেবে তার চরিত্রের নাম গুলশান। গুলশান প্যারালিম্পিকের জন্য প্রতিবন্ধীদের একটি দলকে প্রশিক্ষণ দেন।
অভিনেতার এই চরিত্রটি আগের চরিত্র নিকুম্বের থেকে পুরোপুরি আলাদা। নিকুম্ব ছিলেন বেশ প্রাণচঞ্চল এবং উদ্দাম প্রকৃতির। তবে গুলশান একজন কড়া মেজাজের মানুষ। তিনি সিনিয়র কোচদেরও মারধর করতে পারেন। তবে সিনেমার গল্পে দেখানো হবে কীভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষরা তাকে একজন ভালো মানুষ হতে শেখায়।
এদিকে ‘তারে জামিন পার’ সিনেমার সিকুয়েলটি আর এস প্রসন্ন পরিচালনা করেছেন। তিনি প্রথম সিনেমাটি পরিচালনা করেননি। তবে সিনেমার কাহিনী এবং চরিত্রগুলো আগের সিনেমার সাথে কিছুটা সম্পর্কিত হলেও সিকুয়েলটি ভিন্ন ধরনের গল্প বলবে, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দিতে পারে।
সিনেমাটিতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন জেনেলিয়া ডি সুজা, দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেননসহ আরও অনেকে।
এসকে//