বিনোদন

মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডে ফের সরব হচ্ছেন কিয়ারা আদভানি। মা হওয়ার মাত্র কয়েক মাস পরই আবারও শুটিং ফ্লোরে তার উপস্থিতির মাধ্যমে জানান দিলেন—ক্যারিয়ার ও মাতৃত্ব, দুটোকেই সমান শক্তিতে সামলাতে প্রস্তুত তিনি।

চলতি বছরের জুলাইয়ে কন্যা সন্তান সায়রার জন্ম দেন কিয়ারা। মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হলেও ভক্তদের অপেক্ষা ছিল; কবে তিনি কাজে ফিরবেন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্টে লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’ এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই অভিনেত্রী।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তিনি। শুটিং সেটে কাঁধখোলা ডেনিম শার্ট ও শর্টসে তাকে দেখা যায় আগের মতোই আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় রূপে। মা হওয়ার পর এমন চনমনে ও ফিট লুক দেখে ভক্ত ও অনুসারীরা ব্যাপক প্রশংসা করছেন।

শুটিং বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কিয়ারা। হাসিমুখে জানান, তার মেয়ে সায়রা খুব ভালো আছে, আর তার সঙ্গেই কাটছে জীবনের সবচেয়ে সুন্দর সময়। কাজেও ফিরেছেন, তবে পরিবারই এখন তার সবচেয়ে বড় অগ্রাধিকার।

মাতৃত্বের পরও কিয়ারা যে দাপুটে ভঙ্গিতে ফিরে এসেছেন, তা দেখে অনেকে ধারণা করছেন—শিগগিরই বড় পর্দায়ও নতুন চমক নিয়ে হাজির হবেন তিনি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বলিউডে #কিয়ারা আদভানি #শুটিং