আগের মতো আর সংগীতাঙ্গনে দেখা যাচ্ছে না অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানকে। এর পেছনে ভারতের বর্তমান সাম্প্রদায়িক রাজনৈতিক পরিস্থিতি ও ক্রমবর্ধমান ধর্মীয় মেরুকরণকেই দায়ী করছেন তিনি।
এ আর রহমান জানান, গেল আট বছরে দেশটিতে ক্ষমতার পরিবর্তন এবং বিভাজনের রাজনীতির প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। রহমানের এমন মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে এ আর রহমান নিজেকে ভারতের সংগীতজগতের শীর্ষে প্রতিষ্ঠিত করেছেন। বলিউড ও দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে তাঁর সুর ও সংগীত বিশ্বজুড়েই প্রশংসিত হয়েছে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে কাজের ক্ষেত্রে বৈষম্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। সেখানেই আক্ষেপের সুরে রহমান জানান, গেল আট বছরে ধাপে ধাপে তিনি অনেক কাজ হারিয়েছেন।
রহমানের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধী শিবির সরাসরি বিজেপিকে নিশানা করে।
তবে শাসক দলের নেতারা এই বক্তব্য মানতে নারাজ। তাদের দাবি, রহমানের বক্তব্যের সঙ্গে তারা একমত নন। তাদের মতে, সালমান খান ও শাহরুখ খানের মতো বহু শিল্পী রয়েছেন, যাদের শুধু মহারাষ্ট্র নয়, সারা ভারতের মানুষই ভালোবাসেন।
এআর//