ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন এবং স্ত্রী রোজা আহমেদের সঙ্গে সম্পর্কের দূরত্বের গুঞ্জনে গেল কয়েক দিন ধরেই আলোচনার শীর্ষে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের ঘোষণার পর কিছুটা আড়ালেই ছিলেন তিনি। তবে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন তাহসান। তবে গায়ক বা অভিনয়ে নয়, নতুন করে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে।
জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন তিনি। খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠানটির নতুন মৌসুম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম সিজনে তাহসানের স্বতঃস্ফূর্ত ও সাবলীল উপস্থাপনা দর্শকদের মন জয় করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনেও তাকেই উপস্থাপক হিসেবে বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে নয়টায় টিভিতে প্রচারিত হবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখা যাবে প্রতি বুধবার দুপুর ১টায়।
এআর//