খেলাধুলা

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করবে আরসিবি

স্পোর্টস ডেস্ক

আইপিএলের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার।

পিচ রিপোর্ট বলছে, পিচের মধ্যে বেশ কিছু ঘাস রয়েছে। তবে তা খুব বেশি নয়। নতুন বলে বোলাররা বেশ বাউন্স পাবে। লেগস্পিনাররা ভালো সুবিধা পাবে। এটা এমন পিচ যেখানে ব্যাটারদের জন্য আনন্দের খবর থাকতে পারে। সুনীল গাভাস্কার বলছেন, ২০০ রান তোলা উচিত।

কোলকাতা নাইট রাইডার্স একাদশ: কুইন্টন ডি কক, ভেঙ্কাটেশ আইয়ার, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিংকু সিং, অঙক্রিশ রঘুবংশী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসার জনসন, হারশিত রানা, বরুণ চক্রবর্তী।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: ভিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রাসিক সালাম, সুয়াশ শর্মা, জশ হ্যাজেলউড, ইয়াশ দেয়াল। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আইপিএল | আরসিবি | কেকেআর