বাংলদেশ-ভারতের মধ্যে চলমান কূটনৈতিক ও ক্রীড়াঙ্গন অস্থিরতার মধ্যেই দুই দেশের যুব ক্রিকেটাররা মুখোমুখি হয়েছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে। জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত এই ম্যাচে সৌজন্যতার করমর্দন করেননি দুই দলের কেউই।
শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরু হলেও টসের সময় ভারত ও বাংলাদেশের অধিনায়করা একে অপরের সঙ্গে হাত মেলাননি।
বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রস্তত না থাকায় সহঅধিনায়ককে টস করার নির্দেশ দেন। টসের কয়েন ভারতের অধিনায়ক আয়ুশের হাতে থাকায় ম্যাচ আম্পায়ারের নির্দেশে তিনি শূন্যে কয়েন ছোড়েন এবং বাংলাদেশ টস জেতে। টস শেষে ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে আবরারের সঙ্গে করমর্দন এর জন্য হাত বাড়াননি। আবরারও হাত মেলানোর জন্য পাল্টা আর উদ্যোগ নেননি। তারপরই তাকে এড়িয়ে সরে যান আয়ুশ।
গেল বছরের এশিয়া কাপ থেকে ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে এমন দৃশ্য ছিল নিয়মিত। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলীর সঙ্গে হাত মেলাননি। এরপরে নারী ও যুব ক্রিকেটে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছ। এবার এ তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতের মাটিতে যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
এসএইচ//