ক্রিকেট

ভারতে না খেলার বিষয়ে সবাই অনড় : বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ভারতে আইসিসি টি২০ বিশ্বকাপ না খেলার বিষয়ে সরকার ও বিসিবির সবাই অনড়। ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। আজ অথবা আগামীকাল আইসিসিকে এ বিষয়ে চিঠি দেয়া হবে।

বুধবার (৭ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিসিবির কর্মকর্তাদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিসিবি সভাপতি বলেন,  'আমাদের প্রাথমিক দায়িত্ব খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা। তবে এর বাইরেও সাংবাদিক, স্পন্সর এবং হাজারো সমর্থক থাকেন। বিদেশ সফরের জন্য যেহেতু সরকারি আদেশ প্রয়োজন হয়, তাই আমরা সরকারের দিকনির্দেশনার অপেক্ষায় আছি। নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হলে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করব।'

তিনি বলেন,  'যখন মোস্তাফিজের মতো একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এবং তাকে বাদ দিতে হয়, তখন পুরো বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক। এটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন।'

এ সিদ্ধান্তের পিছনে নির্বাচন ও রাজনৈতিক পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে তিনি আরও বলেন, বিসিবি একটি ক্রীড়া সংস্থা হিসেবে কাজ করে এবং আইসিসি বা ফিফার মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখেই সিদ্ধান্ত নেয়। সরকার পরিবর্তন হলেও নিজেদের যৌক্তিক অবস্থান বদলাবে না

বোর্ড প্রধান বলেন, অতীতে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যায়নি ভারত, আবার পাকিস্তানও একাধিক বিশ্বকাপে ভারতে খেলতে আসেনি। নিরাপত্তা ইস্যুতে যদি বিশ্বকাপ নিয়েও আপস করতে হয়, তবে বাংলাদেশ তার সিদ্ধান্তে অনড় থাকবে। বিসিবি একটি গ্রহণযোগ্য ও সঠিক সমাধানের আশা করছে

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় আছেএই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, উপদেষ্টা বলেন, 'আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই।'

প্রসঙ্গত, হিন্দুবাদী সমর্থকদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিতে নির্দেশ দেয় বিসিসিআই। এরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ঘটনা নতুন করে আলোচনার জন্ম দেয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বুলবুল