আন্তর্জাতিক

ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কড়া সমালোচনা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

এর জবাবে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পেত্রো বলেন, ‘আসুন, আমাকে তুলে নিয়ে যান। আমি এখানেই অপেক্ষা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেত্রো জানান, প্রয়োজনে তিনি আবার অস্ত্র ধরতেও প্রস্তুত।

একসময় বামপন্থি গেরিলা থাকা পেত্রো বলেন, মাতৃভূমির প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হতে পারে।

এর আগে, ট্রাম্প পেত্রোকে ‘অসুস্থ মানুষ’ আখ্যা দিয়ে কলম্বিয়ার বিরুদ্ধে অভিযানের হুমকি দেন এবং কোকেন পাচারের অভিযোগ তোলেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভেনেজুয়েলা #যুক্তরাষ্ট্র #কড়া সমালোচনা #গুস্তাভো পেত্রো #ডোনাল্ড ট্রাম্পে