ক্রিকেট

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে স্যাম কনস্টাস

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে বড় চমক দেখিয়েছিলেন তরুণ অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস।  অভিষেক ম্যাচে দলের কঠিন পরিস্থিতিতে যশপ্রীত বুমরার মতো বোলারকে খেলেছেন দারুণ সাহসের সঙ্গে।

সেই ম্যাচে কন্সটাসের করা ৬০ রানের সাহসী ইনিংস ম্যাচের গতিপথই পাল্টে দিয়েছিল এবং শেষ পর্যন্ত ওই সিরিজ জিতে ৩-১ ব্যবধানে জিতে ওজিরা।  

ভারতের বিপক্ষে সিরিজ জয়ে অবদান রাখা কনস্টাসের এবার জায়গা পেলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কেন্দ্রীয় চুক্তিতে। ২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে যে ২৩ জনকে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, সেখানে কনস্টাস ছাড়াও জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও অলরাউন্ডার বো ওয়েবস্টার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে যে ২৩ জন

প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি,  স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ের বার্টলেট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ট্রেলিয়া | কনস্টাস