মিয়ানমারে সংঘটিত ভূমিকম্প কবলিতদের জন্য দ্বিতীয় দফা ১৫ টন ত্রাণ সহায়তা ও উদ্ধারকারী দল এবং চিকিৎসক পাঠিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠানো হয়। সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমীন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, কুর্মিটোলা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি সি-১৩০জে পরিবহন বিমান ও সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমান ৩৪ জন উদ্ধারকারী, ২১ জনের মেডিকেল টিম ও ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমারের নেপিডোর উদ্দেশে যাত্রা করেছে।
উদ্ধারকারী দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর – ২১ জন, নৌবাহিনীর - ০২, বিমানবাহিনীর - ০১,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে – ১০ সদস্য রয়েছেন। এছাড়া ২১ জনের মেডিকেল টিমে সেনা বাহিনীর - ১০, নৌ বাহিনীর-০১, বিমান বাহিনীর-০২ এবং বেসামরিক প্রশাসনের – ০৮ সদস্য রয়েছেন।
এর আগে গত ৩০ মার্চ বাংলাদেশ বিমান বাহিনী একটি সি-১৩০ জে পরিবহন বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমানে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠায় বাংলাদেশ।
আই/এ