বিনোদন

মধ্যরাতে শাকিবকে ভালবাসা জানিয়ে অপুর আবেগঘন পোস্ট

বায়ান্ন বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে দূর থেকে ভারবাসা জানিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী অপু বিশ্বাস। 

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে স্যোশাল মিডিয়া ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসে তিনি এ ভালোবাসা জানান।

ওই পোস্টে শাকিব খানকে তার সন্তানের শ্রেষ্ট বাবা হিসেবেও আখ্যা দেন ঢালিউড কুইন। এদিন অপু বিশ্বাস ছেলে আব্রাম খান জয় ও প্রাক্তন শাকিব খানের বেশ কিছু ছবিও ফেসবুকে পোস্ট করেছেন।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত, কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উদ্‌যাপন করল।

তিনি আরও লেখেন, ‘এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।’ এরপর ভালোবাসার ইমোজি জুড়ে দেন অপু বিশ্বাস।

এদিকে অপুর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই বলছেন দীর্ঘ সময় পরেও ছেলের জন্য শাকিব-অপুর বন্ধন যে অটুট রয়েছে, তা যেন আবারও প্রমাণ হলো এই পোস্টের মাধ্যমে। যদিও এ বিষয়ে কিছু বলছেন না শাকিব।

ঢালিউড পাড়ার খবর, ‘লাইভ মেগা কনসার্র্ট উপলক্ষ্যে এখন কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ৩১শে মার্চ দোহার এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হয় ওই কনসার্ট।

কনসার্টে অংশ নিতে ঈদের আগেই বাংলাদেশ থেকে সেখানে উড়ে গেছেন অপু বিশ্বাসসহ একঝাঁক তারকা।  তারকাদের মধ্যে আরও রয়েছেন সঙ্গীত শিল্পী মনির খান, আঁখি আলমগীর, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, বেলাল খান, সাথী খান, বেলি আফরোজ, মুন ও আরফিন রুমি।

প্রসঙ্গত, ২০০৮ সালে অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। সন্তান জন্মের বিষয়টি তারা গেপান রাখেন।

তবে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আনেন। যদিও তার পরের বছর ২০১৮ সালের ১২ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের।

বিচ্ছেদ হলেও তাদের মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

নেটিজেনদের মধ্যে গুঞ্জন রয়েছে, শাকিব-অপু আবার বিয়ে করে একই ছাদের নিচে বসবাস করছেন।

গেলো বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সন্তানসহ তাদের ঘোরাঘুরির দৃশ্য ফাঁস হয়ে গেলে ওই গুঞ্জন আরও জোরালো হয়।

তবে শাকিব খখান কিংবা অপু বিশ্বাস এবিষয়ে এখনও মুখ খোলেননি। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন শাকিব খা্ন