মা হতে চলেছেন আলিয়া ভাট। তবে এক নয়, আলিয়া নাকি দুই পুত্র সন্তানের জন্ম দিতে চান! ঘোষণা করতেই শোরগোল বলিউডে।
মুম্বাই সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, বাচ্চাদের কী নাম হবে, তা নিয়ে আমি এখনই ভাবতে শুরু করেছি। খুব আকর্ষণীয় নাম রাখব বাচ্চাদের। আমি চাই আমার ও রাণবীরের দুই পুত্রসন্তান হোক।
আলিয়া মনের কথা বলে ফেলেছিলেন বছর কয়েক আগেই। এত তাড়াতাড়ি যে সেই স্বপ্নপূরণের দিকে এগিয়ে যাবেন, বোধহয় নিজেও ভাবেননি।
স্ত্রীর মতো রাণবীর কাপুরও আলিয়ার সাথে তার সুখের সংসার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। ছবির প্রচারে গিয়ে রাণবীর জানিয়েছেন, আরও কাজ করে পরিবারকে সুখে রাখতে চান। রণলিয়ার এ স্বপ্ন যে সত্যি হতে চলেছে, সে খবর দিয়েছেন আলিয়া নিজেই ।
পাঁচ বছরের প্রেমপর্ব চুকিয়ে ১৪ এপ্রিল রাণবীরের সাথে বিয়ে হয় মহেশ-কন্যার। বিয়ের দিন ঘিরেও ছিল বিস্তর লুকোছাপা। তবে, মা হওয়ার খবরে আর রাখঢাক করেননি আলিয়া। আলিয়ার খুশির খবরে এখন সরগরম বলিউড।