আর্কাইভ থেকে বাংলাদেশ

কিছুটা চিন্তিত তবে শঙ্কিত নই: স্বাস্থ্যমন্ত্রী

কিছুটা চিন্তিত তবে শঙ্কিত নই: স্বাস্থ্যমন্ত্রী

করোনা এখন ঊর্ধ্বমুখী। কিছুটা চিন্তিত তবে শঙ্কিত নই। আমরা প্রস্তুত আছি। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার সাথে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান আছে। হাসপাতালে তেমন রোগী নেই। রোগী এলে চিকিৎসা দেয়ার পূর্ণ ব্যবস্থা আছে৷ 

এপিএ চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন ভ্যাকসিন দেয়া এবং করোনা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কাজ। জনবল নিয়োগও গুরুত্বপূর্ণ কাজ। এজন্য পরিকল্পনা নিতে হবে। এরপর মাঠে নামতে হবে। 

তিনি বলেন, আগামী দিনগুলোতে নিয়মিত সভা করতে হবে এবং প্রতিবেদন দিতে হবে। আমাদের অনেকগুলো অর্জন আছে।   

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন কিছুটা | চিন্তিত | শঙ্কিত | নই | স্বাস্থ্যমন্ত্রী