ক্রিকেট

শেষ ম্যাচেও বড় হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

শেষ ম্যাচেও বড় হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ
আগের দুই ম্যাচেও প্রথমে ব্যাট করতে নেমে ১০০ রান পার করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচেই বড় পরাজয়ে তৃতীয় ম্যাচ ছিলো হোয়াইটওয়াশ এড়ানোর। সেটিও পারলো না টাইগ্রেসরা। সিরিজের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা পেলো বাংলাদেশ। বুধবার (২৭ মার্চ) মিরপুর শেরে বাংলায় টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া।  প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক ব্যাটার ছিলেন আসা যাওয়া মধ্যে। নিগার সুলতানা ১৬, স্বর্ণা আক্তার ১০, সুলতানা খাতুন ১০, মারুফা আক্তার ১৫ রান ব্যতীত আর কোন ব্যাটার দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ২৬.২ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের মেয়ারা। জবাবে খেলতে নেমে দুই অস্ট্রেলিয়ান ওপেনার করেন হিলি ও লিচফিল্ড গড়েন ৪৩ রানের জুটি। ২৭ বলে ১২ রান করে লিচফিল্ড আউট হবার পর ৩৪ বলে ৩৩ রান করে হিলি এলবিডব্লিউ হন। শেষ দিকে বেথ মুনি ও এলিস পেরি অবিচ্ছিন্ন ৩৪ বল ৩৯ রানের জুটিতে নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার একপেশে জয়।      

এ সম্পর্কিত আরও পড়ুন শেষ | ম্যাচেও | বড় | হারে | হোয়াইটওয়াশ | বাংলাদেশ